উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নববধূ নিহত, স্বামী আহত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ৪৭

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটারা ইউনিয়নের বাগরারপাড় নামক স্থানে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে এক নববধূ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১৫ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটের সময় নববধূ ও তার স্বামী মোটরসাইকেলযোগে সাতলা থেকে উজিরপুর ফেরার পথে বাগরারপাড় নামক স্থানে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে গৃহবধূ মোসাম্মৎ খাদিজা বেগম (১৯) ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ।

নববধূর শ্বশুরবাড়ি সূত্রে জানা যায়, নিহত খাদিজা বেগম উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ মাদারাসি গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তিনি তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে সাতলা এলাকা থেকে উজিরপুর আসার সময় ওটরা ইউনিয়নের বাগড়ারপাড় এলাকায় অনুমান রাত সাড়ে নয়টায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে নববধূ ছিটকে পড়ে জখম হন। পরে স্থানীয়রা দ্রুত উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খাদিজা বেগম ১ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাতলার শাপলাবিলে ঘুরতে গিয়েছিলেন এই নবদম্পতি। এ ঘটনায় স্বামী সামান্য আহত হয়েছেন। নিহত খাদিজা বেগমের পিতার বাড়ি মাগুরা জেলায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত