উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)
কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো. আলী হাসান (৩০) মারা গেছে।
রোববার রাতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মো. আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আলী উপজেলার শিয়ালকাঠি গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শিয়ালকাঠির বান্দাঘাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোক চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা চারদিকে ঘেরাও দিয়ে ডাকাত সন্দেহে মো. আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে বেঁধে রাখে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে তার মৃত্যু হয়।
শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুল ইসলাম জানান, আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর। রাতে ডাকাতির প্রস্তুতিকালে পূর্ব শিয়ালকাঠির এক বাড়িতে গেলে লোকজন তাকে ধরে মারধর করে। এ সময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির, পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম জানান, আমি দলীয় কাজে স্বরূপকাটিতে ছিলাম। এসে শুনি আমার বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাতির কথা এ সময় মসজিদের মাইকে ঘোষণা করা হলে আশপাশের এলাকাবাসী এসে ডাকাতকে গণপিটুনি দেয়। আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর এবং ডাকাত।
নিহতের স্ত্রী সোনিয়া ও আত্মীয়স্বজন জানান, মো. আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাসুদ হাওলাদার (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত মো. আলী হাসান (৩০) মারা গেছে।
রোববার রাতে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মো. আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আলী উপজেলার শিয়ালকাঠি গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। এ ঘটনায় রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শিয়ালকাঠির বান্দাঘাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোক চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা চারদিকে ঘেরাও দিয়ে ডাকাত সন্দেহে মো. আলীকে আটক করে বেধড়ক মারধর করেন। এরপর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে বেঁধে রাখে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতালে তার মৃত্যু হয়।
শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুল ইসলাম জানান, আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর। রাতে ডাকাতির প্রস্তুতিকালে পূর্ব শিয়ালকাঠির এক বাড়িতে গেলে লোকজন তাকে ধরে মারধর করে। এ সময় তার কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির, পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম জানান, আমি দলীয় কাজে স্বরূপকাটিতে ছিলাম। এসে শুনি আমার বাড়িতে ডাকাত এসেছিল। ডাকাতির কথা এ সময় মসজিদের মাইকে ঘোষণা করা হলে আশপাশের এলাকাবাসী এসে ডাকাতকে গণপিটুনি দেয়। আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর এবং ডাকাত।
নিহতের স্ত্রী সোনিয়া ও আত্মীয়স্বজন জানান, মো. আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আলীর স্ত্রী সোনিয়া বাদী হয়ে কাউখালী থানার মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মাসুদ হাওলাদার (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে