মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৭: ২৫

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিমানবাহিনী।

সোমবার বেলা ১২টার দিকে বিমানবাহিনীর প্রধানের পক্ষে ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় নিহত মাসুমার বাড়ি গিয়ে তার পরিবারের সকলের খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান ইউং কমান্ডার এবিএম সরোয়ার জাহান। নিহতের ছেলের পড়াশোনাসহ পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়ে দগ্ধ হওয়া মাসুমা (৩৮) ৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। তিনি মাইলস্টোন স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল রোববার ভোররাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। সকাল ৯টায় তার জানাজা শেষে বড় মানিকা গ্রামে রুন্দি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত