আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

পটুয়াখালী শহরের নিউমার্কেট শ্মশানঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আট ডাকাতকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার পিডিএস মাঠের সামনে রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— হারুন, মনির হাওলাদার, জাহাঙ্গীর আলম, আ. রাজ্জাক, মোস্তফা হাওলাদার, সুমন তালুকদার, ওয়াসিম ও রনি চৌকিদার।

তারা পটুয়াখালী, বরগুনা, বরিশাল, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযানে পুলিশ একটি বড় ট্রাক (বগুড়া-ট-১১-০৩৯২), লোহার কাটার, দু'টি হাতুড়ি, আট হাজার টাকার বেশি নগদ অর্থ ও সাতটি মোবাইল ফোন জব্দ করে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন