স্বামীকে হাসপাতালে রেখে পালালো স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৪
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৪

বরিশালের বাবুগঞ্জে পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে হাসপাতালে সাগর মারা যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের লাফাদি গ্রামের মাহাবুব আলমের বাড়িতে।

বিজ্ঞাপন

নিহত সাগরের পিতা আনিসুর জানান, শ্বশুরবাড়ির লোকজন প্রচার করে সে বিষ পান করেছে। রাতে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন সাগরকে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করে তাকে সংবাদ জানায়। সংবাদ পেয়ে রাত ১১টায় হাসপাতালে যাওয়ার পরে ছেলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির পালিয়ে যান।

হাসপাতালে ভর্তির ১৫ ঘণ্টা পরে শনিবার সকাল ৯টায় সাগর হোসেন মারা যায়। এই ঘটনায় সাগরের পিতা আনিসুর রহমান বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় সাগরকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রচার করছেন। লাশ ময়নাতদন্ত শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।

আনিসুর রহমান জানান, দেড় বছর আগে তার ছেলের সাথে একই এলাকার মাহবুব আলমের মেয়ে মারিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মারিয়া পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়ার ঘটনাটি শ্বশুরবাড়ির লোকজনকে জানানো হলে মনোমালিন্য সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় সাগর শ্বশুরবাড়িতে গেলে স্ত্রীর সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায় শ্বশুরবাড়ির লোকজন সাগর হোসেনকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরে জানা যাবে হত্যা না আত্মহত্যা। এরপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত