ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহর পদ স্থগিত করা হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক রোববার আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন।
নারী কেলেঙ্কারিসহ বেশ কিছু অভিযোগ উঠলে জামায়াত প্রাথমিক তদন্ত শেষে হাফেজ নুরুল্লাহর সাংগঠনিক পদ স্থগিত করা হয়। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া নুরুল্লাহ কৃষ্ণকাঠী এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে ছাত্রের প্রবাসী বাবার স্বজনরা তাকে আটক করে মারধর করেন।
বিষয়টি জেলা জামায়াতের নজরে আসলে দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের পর হাফেজ নুরুল্লাহর দলীয় পদ স্থগিত করা হয়। তবে জেলা জামায়াত সুত্র জানায়, নুরুল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের পিছনে তার কর্মরত মাদ্রাসার অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি নিয়ে বিরোধের বিষয়টিও তারা খতিয়ে দেখছেন।
এ প্রসঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক আমার দেশকে বলেন, নারী কেলেঙ্কারি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি এমন নয়। সার্বিক বিষয় প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে তিনি সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন। তাই তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্তের পরই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

