আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝালকাঠিতে চেক বিতরণ অনুষ্ঠানে এম আবদুল্লাহ

স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে গণভোটে ‘হ্যা’ বলুন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে গণভোটে ‘হ্যা’ বলুন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে গণভোটে হ্যা বলুন ও হ্যা ভোটকে জয়যুক্ত করুন। মঙ্গলবার ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের কল্যাণে ট্রাস্টের পক্ষ হতে ইতোমধ্যেই আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তি দেয়া হচ্ছে। তার সাথে সরকারী হাসপাতালে সাংবাদিকরা যাতে বিশেষ সুবিধা পান সে ব্যাপারেও কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ৫৯ জন সাংবাদিক শহিদ হয়েছে। সে অবস্থার এখন অবসান হবে। হা না ভোট সম্পর্কে মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, অবশ্যই হা কে জয়যুক্ত করতে হবে। সম্প্রতি একজন সম্পাদকের একটি বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে তা মুক্ত সাংবাদিকতার জন্য মোটেও সুখকর নয় বলে তিনি মন্তব্য করেন।

পেশাগত ঝুঁকি ও মানবিক সংকটে থাকা সাংবাদিকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চার জেলার ৩০ জন সাংবাদিকের মাঝে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়। জেলাগুলো হলো বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহ।

ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বিএম. রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।

অনুদান পাওয়া সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করলেও নানা ঝুঁকি ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দায়িত্ব পালন করেন। তাই তাদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন