আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাউফলে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)
বাউফলে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

পটুয়াখালীর বাউফলে দুটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের কাছে হাওলাদার ও জোমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম উজ্জ্বল। তিনি বাউফলের কনকদিয়া ইউনিয়নের ফারুক মোল্লার ছেলে। আহত ব্যক্তি রাজীব মির্জাগঞ্জের আন্দুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত ও নিহত দুজনেই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকাত চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন