ভোলায় ইসলামী আন্দোলনের সদস্যকে আটকের প্রতিবাদে ওসিকে অপসারণের দাবি

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৬: ৪৯
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৬: ৫৩

চাঁদা উত্তোলনে বাঁধা দেয়াকে কেন্দ্র করে, মিথ্যা অভিযোগে, ইসলামী আন্দোলনের সদস্য আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ওসি ও এসআইয়ের প্রত্যাহার দাবি করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এমন দাবি জানিয়েছে তারা।

লিখিত বক্তব্যে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি আলহাজ নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে কোন ধরনের অভিযোগ ছাড়াই ইসলামী শ্রমিক আন্দোলনের সদস্য সিএনজি চালক সিরাজুল ইসলামকে আটক করে পুলিশ। সিরাজুল ইসলাম ভেদুরিয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সদস্য। ভেদুরিয়া ঘাটে চাঁদা উত্তোলনে দীর্ঘদিন ধরে বাঁধা দিয়ে আসছিল সিরাজুল। এর জের ধরে কিছুদিন আগে সিরাজকে চাঁদাবাজরা মারধর করে।

তিনি বলেন, ওসির ইন্দনে এসআইকে টাকার দিয়ে রাতে ঘুমানোর পর ঘরের দরজা ভেঙ্গে সিরাজকে আটক করে ভেলু মিয়া পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। আটকের কারণ জানাতে পারেনি পুলিশ। একদিন পরে জানানো হয় তার বিরুদ্ধে মামলা আছে। অথচ এ ধরনের কোন প্রমাণ পুলিশ আমাদের কাছে উপস্থাপন করতে পারেনি।

নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিরাজুল ইসলামকে কোন ধরনের হয়রানি ছাড়া ছেড়ে দেয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ সময় বক্তারা এই ষড়যন্ত্রমূলক আটকের সাথে সম্পৃক্ত থাকায় ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ ও এস আই কিবরিয়ার অপসারণ দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশে ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, তার বিরুদ্ধে ৫ই আগস্টের আগে চাঁদা উত্তোলন ও সিএনজি চালককে মারধরের অভিযোগে একটি মামলা আছে। এর সাথে রাজনৈতিক কারণও রয়েছে। দরজা ভাঙার অভিযোগ মিথ্যা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত