বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘দাঁড়িপাল্লা-হাতপাখা দিয়ে এ অঞ্চলে কিছুই হবে না। জীবনে জিততে পারেনি, আগামীতেও পারবে না।’
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। বেকার যুবকদের জন্য বেকার ভাতা চালু করা হবে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। ভবিষ্যতেও নারীদের উন্নয়নে বিএনপি কাজ করে যাবে।’
সম্মেলনে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী, সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সম্মেলনে ইউনিয়ন মহিলা দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

