ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০০: ৫৬

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ২৩ আগস্ট দলটির মহাসচিব ইউনুস আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজীকে ঝালকাঠি-১ আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয়।

কয়েক মাস পূর্বে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ডা. সিরাজুল ইসলাম সিরাজীকে প্রার্থী ঘোষণা করা হলেও এই বিজ্ঞপ্তিতেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থনে ইসলামী আন্দোলন কোনো প্রার্থী দেবে না এমন কথা শোনা গেলেও আজকের এই ঘোষণার মাধ্যমে সেই জল্পনা-কল্পনার অবসান হলো। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি আমার দেশকে বলেন, ঝালকাঠি-১ আসনে বিলম্বে আমরা প্রার্থী ঘোষণা করেছি। স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হককে আমরা আমাদের দলের ব্যানারে নির্বাচন করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় থাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে তাদের ঘোষিত প্রার্থীকে নিষ্ক্রিয় করে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন দেয়। ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় ড. ফয়জুল হক আমার দেশকে বলেন, আমি সকল ইসলামী দলের সমর্থন কামনা করি, তাই কোনো দলীয় ব্যানারে যেতে পারিনি। তবে ইতোমধ্যে জামায়াত আমাকে সমর্থন জানিয়ে আমার নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত