আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাঙ্গলী

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাঙ্গলী

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বদরপুর ও বৌলাকান্দা যুব সমাজের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাঙ্গলী একাদশ ২-১ ব্যবধানে বদরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা গিয়াস উদ্দিন অলি, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম শহিদুল আলম বাদল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন