এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা শতভাগ পি আর এ বিশ্বাসী না। তবে একশো আসনে পিআর হলে ভালো হয়। দুই কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ও তিনি দ্বিমত পোষণ করে বলেন আমরা একটি কক্ষ চাই। প্রয়োজনে সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে। সেখানে মহিলা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশাসহ পিছিয়ে পরা মানুষদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।
রোববার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। উচ্চ কক্ষে পিআর হলে এমপি বেচাকেনা হবে বলে তিনি মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, নির্বাচনের পরে গণভোট হলে জটিলতা বাড়বে। নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমানের জন্য জাতীয় নির্বাচনের আগে একটি হলেও স্থানীয় নির্বাচন করা উচিত ছিলো। অন্তর্বর্তী সরকার কেমন দেখছেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ইউনুস সরকারকে আমি সফল বলে মনে করি।
মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির ঝালকাঠি-০২ আসনের এমপি প্রার্থী শেখ জামাল হোসেন, এবি পার্টির ঝালকাঠি জেলা আহবায়ক মো. জামাল হাওলাদার ও সদস্য সচিব জাহিদ হোসেন বশিরসহ দলীয় নেতাকর্মীরা। মতবিনিময় সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

