আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির কার্যলয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গুরুত্বপূর্ণ কাগজ পত্র ও মালামাল পুরে গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২নভেম্বর ) রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় গুটিয়া বাজার বিএনপির পার্টি অফিসের কার্যালয় অজ্ঞাত ব্যক্তিরা পার্টি অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও অন্যান্য দোকানদাররা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে তাদের অনুসারীরা এ আগুন দিয়েছে বলে অভিযোগ করেন। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। পুলিশ জানান অগ্নিকাণ্ডে পার্টি অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল আগুনে পুরে ক্ষতিগ্রস্ত হয়।

উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন