আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক হাসপাতালে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

উজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক হাসপাতালে মৃত্যু

বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোহেল মাঝি নামক এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত সোহেল মাঝি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সোবাহান মাঝির পুত্র।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম।

স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১১ নভেম্বর একই এলাকার পলাশ মাঝির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তার এক পর্যায়ে উভয় পক্ষের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পলাশ মাঝির ইটের আঘাতে সোহেল মাঝি গুরুতর আহত হন। প্রথমে সোহেল মাঝিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, অবস্থা গুরুতর হলে সাথে সাথে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা অবনতি ঘটলে সোহেল মাঝিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০: ৩০ মিনিটে মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, প্রথম হামলার ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন