উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” শীর্ষক নিরাপদ পানি, নিরাপদ জীবন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়া সিডিপি অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজের সভাপতিত্বে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
অতিথি ছিলেন সংস্থার জাপান প্রতিনিধি মারি মাতসুমুতো, সোশ্যাল ইকোনমি ইউনিটের প্রধান মি. রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সুপ্রিয় দাস ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
বক্তব্য রাখেন কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস, মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনগণের সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দৈনন্দিন জীবনে ওয়াশ অ্যাডুকেশন—পানি, স্যানিটেশন ও হাইজিনের গুরুত্ব তুলে ধরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা, নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ দূষণ, বিশেষ করে পানি দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
আয়োজকরা জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং সুস্থ জীবনযাপনে ওয়াশ এডুকেশনের প্রসার ঘটানো সম্ভব হবে।
পটুয়াখালীর মহিপুরে “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” শীর্ষক নিরাপদ পানি, নিরাপদ জীবন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়া সিডিপি অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজের সভাপতিত্বে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
অতিথি ছিলেন সংস্থার জাপান প্রতিনিধি মারি মাতসুমুতো, সোশ্যাল ইকোনমি ইউনিটের প্রধান মি. রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সুপ্রিয় দাস ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
বক্তব্য রাখেন কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস, মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনগণের সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দৈনন্দিন জীবনে ওয়াশ অ্যাডুকেশন—পানি, স্যানিটেশন ও হাইজিনের গুরুত্ব তুলে ধরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা, নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ দূষণ, বিশেষ করে পানি দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
আয়োজকরা জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং সুস্থ জীবনযাপনে ওয়াশ এডুকেশনের প্রসার ঘটানো সম্ভব হবে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে