মহিপুরে নিরাপদ পানি ও পরিবেশ সুরক্ষায় ক্যাম্পেইন

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২১
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৮

পটুয়াখালীর মহিপুরে “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” শীর্ষক নিরাপদ পানি, নিরাপদ জীবন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকাল সাড়ে ৩টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়া সিডিপি অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজের সভাপতিত্বে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

অতিথি ছিলেন সংস্থার জাপান প্রতিনিধি মারি মাতসুমুতো, সোশ্যাল ইকোনমি ইউনিটের প্রধান মি. রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সুপ্রিয় দাস ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।

বক্তব্য রাখেন কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস, মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনগণের সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দৈনন্দিন জীবনে ওয়াশ অ্যাডুকেশন—পানি, স্যানিটেশন ও হাইজিনের গুরুত্ব তুলে ধরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা, নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ দূষণ, বিশেষ করে পানি দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

আয়োজকরা জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং সুস্থ জীবনযাপনে ওয়াশ এডুকেশনের প্রসার ঘটানো সম্ভব হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত