দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের অবস্থা শোচনীয়: ডা. ইরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২০: ৪৫

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের অবস্থা শোচনীয় মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির উদ্যোগে বোতলা বাজার মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধনী দরিদ্রের বৈষম্য জ্যামিতিক হারে বাড়ছে চাল ডাল তেল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ভ্যাট-ট্যাক্স আরোপ করে জনদুর্ভোগকে বাড়িয়ে তুলছে। সাধারণ মানুষ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে।

ইকরি ইউনিয়ন লেবার পার্টির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ছাত্রমিশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত