লালমোহনে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৪: ৪৫

ভোলার লালমোহন উপজেলায় ১৩০০ শিক্ষার্থীর মাঝে জাম, বেল, আমলকী, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ৫ হাজার ২০০ চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন।

এ সময় লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, আশিকুর রহমান, আব্দুর রাজ্জাক, রফিকুল আমিন, শংকর চন্দ্র দাস ও টুটুল চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা এবং ইসলামিক মডেল মাদরাসার শিক্ষক আজিম উদ্দিন খান, আমজাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত