এক ইলিশের দাম ৮ হাজার ৭৫০ টাকা

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫২

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাছটি আলিপুর মৎস্য আড়তের মনি ফিসে তোলা হলে নিলামের মাধ্যমে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকা দরে মোট ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

বিজ্ঞাপন

নিলামে মাছটি ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা। এর আগে গত সোমবার বঙ্গোপসাগরে মাসুম বিল্লাহ নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

জেলে মাসুম বিল্লাহ বলেন, ‘জাল তুলতেই এই বড় ইলিশটি উঠে আসে। আজ দুপুরে আলিপুর বাজারে নিয়ে এসে নিলামের মাধ্যমে বিক্রি করে ভালো দাম পেয়েছি।’

Amardesh_Hilsha.

ক্রেতা পিএম মূসা বলেন, ‘এত বড় ইলিশ এখন বাজারে খুব কমই দেখা যায়। তাই নিলামের মাধ্যমে কিনে গাজিপুরের এক আমেরিকান প্রবাসীর বাড়িতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেদের জালেও এখন বড় ইলিশ ধরা পড়ছে।’

স্থানীয় আড়তদাররা জানান, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে বড় আকারের ইলিশ ধরা পড়ার ঘটনা বাড়ছে, যা জেলেদের জন্য উৎসাহের বিষয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত