আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুমকিতে অটো-বাইসাইকেল সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

দুমকিতে অটো-বাইসাইকেল সংঘর্ষ, নিহত ১

পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের আরেক আরোহী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী–দুমকি সড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে যায়। উপস্থিত লোকজন আহতদের স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জুবায়ের বিশ্বাস (২১) পবিপ্রবি'র স্টাফ আবুল কালাম বিশ্বাসের ছেলে।

দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন