পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১০

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার হয়। পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবির ওসি মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ২৯ আগস্ট ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২০ জনের নামে অভিযোগ দায়ের করে। বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মো. সিরাজুল ইসলাম বেপারির খালাতো ভাই মো. হাসিবুল হাসান লাবলু অভিযোগটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে। ওই মামলায় মহিউদ্দিন আহমেদ ১৩ নম্বর আসামি।

মেয়র মহিউদ্দিনের স্ত্রী মারজিয়া আকতার জানান, কাজ শেষে ধানমন্ডির বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।

পটুয়াখালী শহরের মুসলিম পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সাল থেকে পৌরসভা নির্বাচনে টানা দুইবার মেয়র নির্বাচিত হন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত