উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী
মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের দেখা মেলায় খুশি জেলে-ব্যবসায়ীরা। মাছ নিয়ে জেলেরা মোকামে আসায় ব্যস্ত হয়ে পড়েছে কলাপাড়ার আলীপুর-মহিপুরের ব্যবসায়ীরা।
পাইকারদের হাত হয়ে এসব মাছ ইতোমধ্যে পৌঁছে গেছে দেশের
বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে।
শুক্রবার দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলীপুর-মহিপুর মোকামে ১ কেজি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছিল ৮০ হাজার টাকা, ৮০০ গ্রামের ৭০ থেকে ৭৫ হাজার টাকা, ৫০০ গ্রামের প্রতিমণ ৫০ হাজার থেকে ৫৫ হাজার এবং জাটকা (কেজিতে ৩ পিস) ২৮ থেকে ৩০ হাজার টাকা।
আড়ত ও ট্রলার মালিকরা জানান, উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকারি জেলেরা মাছ নিয়ে তীরে ফিরলেও গভীর সমুদ্রগামী জেলেরা এখনো ফিরেনি।
এসব মাছধরা ট্রলার অন্তত এক সপ্তাহ পরে ঘাটে ফিরবে। এসব মাছ ধরার ট্রলার মোকামে ফিরলে আরো বেশি জমজমাট হয়ে পড়বে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম। সেই সাথে কমবে মাছের দাম।
কুয়াকাটার খাজুরা গ্রামের জেলে আ. ছালাম ফকির বলেন, এবারের অবরোধ সফলভাবেই শেষ হয়েছে। ইতোমধ্যে সাগরে ব্যাপক ইলিশের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, গভীর সাগরে যেসব ট্রলার গিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রচুর মাছের উপস্থিতি টের পাওয়া গেছে।
মহিপুরের মাহাতাব ফিশের মালিক মাহাতাব হাওলাদার বলেন, মৌসুমের শুরুতেই জেলেরা যে হারে ইলিশসহ সকল সামুদ্রিক মাছ নিয়ে মোকামে আসছে তাতে আমরা আশাবাদী। এই ধারা অব্যাহত থাকলে লোকসানের বোঝা কাটাতে সক্ষম হবে জেলে-ব্যবসায়ী।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধের সুফল সমুদ্রগামী জেলে ও দেশের মানুষ ভোগ করতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন এ মৎস্য কর্মকর্তা।
উল্লেখ্য, জেলে-ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবারই প্রথম
ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সাগর উপকূলের জেলেরা ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় মৎস্য বিভাগ।
মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের দেখা মেলায় খুশি জেলে-ব্যবসায়ীরা। মাছ নিয়ে জেলেরা মোকামে আসায় ব্যস্ত হয়ে পড়েছে কলাপাড়ার আলীপুর-মহিপুরের ব্যবসায়ীরা।
পাইকারদের হাত হয়ে এসব মাছ ইতোমধ্যে পৌঁছে গেছে দেশের
বিভিন্ন প্রান্তের ক্রেতাদের হাতে।
শুক্রবার দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম আলীপুর-মহিপুর মোকামে ১ কেজি ওজনের প্রতি মণ ইলিশের দাম ছিল ৮০ হাজার টাকা, ৮০০ গ্রামের ৭০ থেকে ৭৫ হাজার টাকা, ৫০০ গ্রামের প্রতিমণ ৫০ হাজার থেকে ৫৫ হাজার এবং জাটকা (কেজিতে ৩ পিস) ২৮ থেকে ৩০ হাজার টাকা।
আড়ত ও ট্রলার মালিকরা জানান, উপকূলের কাছাকাছি থেকে মাছ শিকারি জেলেরা মাছ নিয়ে তীরে ফিরলেও গভীর সমুদ্রগামী জেলেরা এখনো ফিরেনি।
এসব মাছধরা ট্রলার অন্তত এক সপ্তাহ পরে ঘাটে ফিরবে। এসব মাছ ধরার ট্রলার মোকামে ফিরলে আরো বেশি জমজমাট হয়ে পড়বে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের মোকাম। সেই সাথে কমবে মাছের দাম।
কুয়াকাটার খাজুরা গ্রামের জেলে আ. ছালাম ফকির বলেন, এবারের অবরোধ সফলভাবেই শেষ হয়েছে। ইতোমধ্যে সাগরে ব্যাপক ইলিশের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে।
আলীপুর মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, গভীর সাগরে যেসব ট্রলার গিয়েছে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে প্রচুর মাছের উপস্থিতি টের পাওয়া গেছে।
মহিপুরের মাহাতাব ফিশের মালিক মাহাতাব হাওলাদার বলেন, মৌসুমের শুরুতেই জেলেরা যে হারে ইলিশসহ সকল সামুদ্রিক মাছ নিয়ে মোকামে আসছে তাতে আমরা আশাবাদী। এই ধারা অব্যাহত থাকলে লোকসানের বোঝা কাটাতে সক্ষম হবে জেলে-ব্যবসায়ী।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধের সুফল সমুদ্রগামী জেলে ও দেশের মানুষ ভোগ করতে পারবে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন এ মৎস্য কর্মকর্তা।
উল্লেখ্য, জেলে-ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবারই প্রথম
ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সাগর উপকূলের জেলেরা ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকায় সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলেও জানায় মৎস্য বিভাগ।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে