আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই সনদ ও ঘোষণাপত্র আইনে না এনে নির্বাচন হবে না: জামায়াত নেতা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
জুলাই সনদ ও ঘোষণাপত্র আইনে না এনে নির্বাচন হবে না: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি বাস্তবায়ন চাই। তা না হলে বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না, নির্বাচন হবে না।

শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মোস্তফা কামাল বলেন, আমরা দেখেছি যুব সমাজের দৃঢ় মনোভাব ও ত্যাগ ৫ আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদকে কবর দিয়েছে। আগামীর বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে সেদিকে যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীর বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণের অন্যতম হাতিয়ার আজকের যুব সমাজ।

এ সময় তিনি আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল (সা:) কে আদর্শ মেনে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হলে মানুষ চূড়ান্ত বিজয়ের দেখা পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন