অবসরে মুয়াজ্জিন পেলেন সংবর্ধনা, ভাতা পাবেন আজীবন

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৪: ২৩
মোয়াজ্জিনের সংবর্ধনা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ মাতুব্বর বাড়ি জামে মসজিদের প্রবীণ মুয়াজ্জিন মো. ইসমাইল পাহলানের অবসর উপলক্ষে এক হৃদয়ছোঁয়া বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে মসজিদে খেদমতের পর অবসরে যাওয়া এই মুয়াজ্জিনকে সম্মান জানানোর এমন ব্যতিক্রমী আয়োজন এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (৫ জুলাই) আসরের নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. ইভান মাতুব্বর।

প্রধান উপদেষ্টা প্রবাসী মো. সামসুল আলম মাতুব্বর, উপদেষ্টা মো. কামারুজ্জামান শহীদ মাতুব্বর, ইমাম মাওলানা মো. আবদুল খালেক মিয়া, নীলগঞ্জ ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান ও মো. মশিউর রহমান শামিম খলিফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী মুয়াজ্জিন মো. ইসমাইল পাহলানকে এককালীন ২৫ হাজার টাকা, নতুন পোশাক, জায়নামাজ ও তসবিহ উপহার দেয়া হয়। পাশাপাশি মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, তাকে আজীবন প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে।

মসজিদ কমিটির সভাপতি মো. ইভান মাতব্বর বলেন, ‘মুয়াজ্জিন মুহাম্মদ ইসমাইল পাহলান এই মসজিদে ৩০ বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের অনেক মসজিদেই দেখা যায়, দীর্ঘদিন সেবা দিলেও ইমাম-মুয়াজ্জিনদের বিদায় বেলায় সম্মানজনক কিছু দেয়া হয় না। সেই অবস্থার পরিবর্তন করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি যেন দেশের অন্যান্য মসজিদেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে।’

তিনি আরো বলেন, এই সম্মানজনক বিদায় অনুষ্ঠান মুসল্লি ও স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং আগামী প্রজন্মের জন্য এক অনন্য বার্তা পৌঁছে দেয়। যারা নিরব ছায়ার মতো ধর্মীয় দায়িত্ব পালন করেন, তাদের অবদান কখনোই ভোলার নয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত