সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমোহন-চরফ্যাশনে পৃথক মানববন্ধন

লালমোহন ও চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০০: ৫৩
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১: ০৭

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোলা জেলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চরফ্যাশন প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হত না। তারা তুহিন হত্যার বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদ দেয় তাদেরও গ্রেপ্তার করতে হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন- চরফ্যাশন প্রেসক্লাবের সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও আমার দেশ প্রতিনিধি এম লোকমান হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ ও দি ডেইলি ট্রাইব্যুনাল প্রতিনিধি এআর সোহেব চৌধুরী, যুগ্ম সম্পাদক ও কালেরকন্ঠ ও বরিশাল বার্তা প্রতিনিধি কামরুল সিকদার, দুলারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এশিয়ান টিভির দুলারহাট প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতার কণ্ঠের প্রতিনিধি শাহ কামাল, তছলিম আখন্দ তারুণ্য টিভি, সাংবাদিক শফিউল্লাহ শফি মুকিত ফ্রিল্যান্স সাংবাদিক, বাণিজ্য প্রতিদিন জুলকার নাঈম ও নিরপেক্ষ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি ফুয়াদ।

বিকেল ৪টার দিকে লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে চৌরাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন উপজেলায় কর্মরত সকল সাংবাদিক। লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীনের নেতৃত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ বানী প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।

তারা নিহত সাংবাদিক তুহিন হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডে জড়িত সকলের সার্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্তর্বর্তী সরকারের নিকট অতীতের সকল সাংবাদিক হত্যার বিচার ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত