অনিয়ম-নিম্নমানের সামগ্রী ব্যবহার, হস্তান্তরের আগেই বক্স কালভার্টে ফাটল

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হস্তান্তরের আগেই একটি ব্রিজে (বক্স কালভার্ট) ফাটল ধরেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ওই ব্রিজ (বক্স কালভার্ট) নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

অতিমাত্রায় অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, জুন ক্লোজিং' এর আগে একই ব্রিজে ১৬ মিলিমিটার রডের জায়গায় ১২ মিলিমিটার রড ব্যবহার করে রাতের আধাঁরে বেইজের কাজ করার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাণ কাজের অনিয়ম ভাইরাল হলে সরজমিনে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন ও উপজেলা প্রকৌশলী এমামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঠিকাদারকে দিনের বেলা জনসম্মুখে কাজ করার নির্দেশ দেয়। এদিকে ব্রিজটি নির্মাণকালে যথাযথ তদারকি হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের ব্রিজটি (প্রায় ৪০ লাখ টাকায়) নির্মাণ কাজ পায় `সালেহা কবির এন্টারপ্রাইজ' নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বক্স কালভার্টের ফাটল বন্ধ করতে রাতের আধারে সিমেন্টের প্রলেপ দিয়েছেন ঠিকাদারের লোকজন। তারপরও কয়েকটি স্থানে ফাটল এখনও দৃশ্যমান রয়েছে।

বুধবার ২ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও গাইড ওয়াল ভেঙে পড়ে যায়। ফাটলের স্থানে বালু, সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা দফায় দফায় প্রতিবাদ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাইড ওয়াল ভেঙে ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। এদিকে বক্সকালভার্ট নির্মাণকালে তদারকি হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সালেহ কবির সাংবাদিকদের বলেন, সাব ঠিকাদার মনির হোসেন গাইড ওয়াল নির্মাণের পর পর্যাপ্ত পানি না দেওয়ায় ফাটল ধরেছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে গাইড ওয়ালটি নতুন করে নির্মাণ করে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল হোসেন বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে ফাটলের কথা স্বীকার করে বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে কাজের বিল এখনও ঠিকাদার পায়নি। ঠিকাদারকে নতুন করে গাইডওয়াল নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত