রাস্তার পাশে খাদে পড়ে ট্রাক আটকে পড়ায় চোরাই গরু ও ছাগলভর্তি একটি মিনি ট্রাক ফেলেই পালিয়ে গেছে চোর চক্র। শনিবার ভোর রাতে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার খলিফা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ তিনটি চোরাই গরু ও একটি ছাগলসহ ট্রাকটি জব্দ করেছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ট্রাকের মালিকের পরিচয় শনাক্ত করে পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কিছু দিন ধরে একাধিক গরু চুরির ঘটনা ঘটে। এতে এলাকার গরুর খামারি ও মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার ভোরে বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তিনটি গরু ও একটি ছাগল চুরি করে মিনি ট্রাকভর্তি করে নেয়ার পথে রাস্তা ভাঙা হওয়ার কারণে মিনি ট্রাকটি খলিফা মার্কেটের সামনে খাদে পড়ে আটকে যায়। এসময় উপায়ান্তর না পেয়ে ট্রাকভর্তি গরু রেখে পালিয়ে যায় চোর চক্র।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আগে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতে এলাকায় টহল দিতো। যে কারণে পুরো ইউনিয়নে চুরি-ডাকাতির কোনো ঘটনাই ছিল না। কিন্তু বর্তমানে সেই টহল না থাকায় প্রায় প্রতি রাতেই এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড লেগেই রয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকালে ট্রাকসহ ৩টি গরু এবং একটি ছাগল জব্দ করা হয়েছে। ট্রাকের মালিকের পরিচয় শনাক্ত করে পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

