আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরা বাংলাদেশি, সংখ্যালঘু বলতে কিছু নেই: এবিএম মোশাররফ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
আমরা বাংলাদেশি, সংখ্যালঘু বলতে কিছু নেই: এবিএম মোশাররফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা সামগ্রিক পরিচয়ে সবাই বাংলাদেশি। এটিই আমাদের বড় পরিচয়। এখানে সংখ্যালঘু বলতে আমি কিছুই বিশ্বাস করতে চাই না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টায় পটুয়াখালীর মহিপুর থানার মধ্যবাজারে শ্রী শ্রী আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে ‘দুর্গা উৎসব মঞ্চে’ উপস্থিত শত শত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র সবার সমান অধিকার নিশ্চিত করেছে। বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করবে।’

২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে সরকার না থাকার সময় বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা দিয়েছে উল্লেখ করে মোশাররফ হোসেন বলেন, ‘তখন নেতাকর্মীরা গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় গিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিন-রাত পরিশ্রম করেছে।’

এ সময় মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি কুয়াকাটার শ্রী শ্রী রাখা কৃষ্ণ মন্দিরও পরিদর্শন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন