আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে কামিনী পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হন চালককে হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যান চলাচল বন্ধ করে প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এরআগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় দুপুর সাড়ে ১২ পর্যন্ত শনাক্ত করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন