আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

'ফ্যাসিস্টদের নামে থাকা' দুই বিদ্যালয়ের নাম বদলের নির্দেশ

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

'ফ্যাসিস্টদের নামে থাকা' দুই বিদ্যালয়ের নাম বদলের নির্দেশ

ভোলার তজুমদ্দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবারের ও স্থানীয় আওয়ামী লীগ নেতার নামে বিদ্যালয়ের নাম থাকায় দুই সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের আগের নামের সাইনবোর্ড সরিয়ে ফেলার আদেশ দেওয়া হয়েছে বলে আমার দেশকে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে নাম বদলের এ আদেশ দেন।

এতে বলা হয়, ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করার নির্দেশ দেওয়া হলো।

তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান বলেন, আমরা নাম বদলের চিঠি পেয়েছি। ওই চিঠি ইতোমধ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন