উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৩: ১৩

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম।

বিজ্ঞাপন

তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। দিনাজপুরের আদালতে তাকে হাজির করা হবে।

উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের জানান, এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সাবেক উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকা দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক হয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত