উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানীতে পারিবারিক কলহের জেরে এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মেহেদী হাসান (১৭)। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মেহেদী দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে মেহেদী বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদী নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রহণ করবে।
পিরোজপুরের ইন্দুরকানীতে পারিবারিক কলহের জেরে এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মেহেদী হাসান (১৭)। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মেহেদী দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে মেহেদী বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদী নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রহণ করবে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে