পারিবারিক কলহ, কলেজ ছাত্রের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৫০
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে পারিবারিক কলহের জেরে এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মেহেদী হাসান (১৭)। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মেহেদী দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

​জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে মেহেদী বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহেদী নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পেয়েছি এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রহণ করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত