আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌবাহিনীর অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

স্টাফ রিপোর্টার

নৌবাহিনীর অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ

ভোলার লালমোহনে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। রোববার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার ভোলার লালমোহন বাজার মসজিদ রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা। অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জব্দকৃত জালসমূহ ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন