উপজেলা প্রতিনিধি, ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে একজন স্থানীয় রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যার পর শনিবার সন্ধ্যায় একজন গৃহবধূকে একই কায়দায় হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামে নিজ বাড়িতে মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসে ছিলেন ৪৫ বছর বয়সী আসমা আক্তার। এ সময় দুর্বৃত্তরা তার বসতঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনা যখন ঘটে, তখন ঘরে অন্য কেউ উপস্থিত ছিল না।
নিহত আসমা আক্তার জুনিয়া গ্রামের আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। তার চাচাতো ভাই এবং ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম জানান, আসমার পুত্রবধূ অজু করে ঘরে ঢুকে মেঝেতে তার শাশুড়ির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
এই ঘটনার একদিন আগেই, শুক্রবার সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আসমা আক্তারের হত্যাকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
পরপর দুটি হত্যাকাণ্ডের এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে একজন স্থানীয় রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যার পর শনিবার সন্ধ্যায় একজন গৃহবধূকে একই কায়দায় হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামে নিজ বাড়িতে মাগরিবের নামাজ শেষে জায়নামাজে বসে ছিলেন ৪৫ বছর বয়সী আসমা আক্তার। এ সময় দুর্বৃত্তরা তার বসতঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনা যখন ঘটে, তখন ঘরে অন্য কেউ উপস্থিত ছিল না।
নিহত আসমা আক্তার জুনিয়া গ্রামের আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। তার চাচাতো ভাই এবং ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম জানান, আসমার পুত্রবধূ অজু করে ঘরে ঢুকে মেঝেতে তার শাশুড়ির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন।
এই ঘটনার একদিন আগেই, শুক্রবার সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আসমা আক্তারের হত্যাকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
পরপর দুটি হত্যাকাণ্ডের এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে