
জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকার নির্দেশনাও রয়েছে তাতে। ১ নভেম্বর শনিবার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়। এ নিয়ে বিএনপি বিজেপির মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে।
শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে। জোটগত কারণে এই আসনটিতে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিগত সময় মনোনয়ন দেয়া হয়েছিল। এই মনোনয়নে নারাজ জেলা বিএনপি। আসনটি ধরে রাখার জন্য আগামী নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের মনোনয়ন চূড়ান্ত করতে বেশ সরব বিএনপি। এ নিয়ে কয়েক দিন ধরে বিএনপি-বিজেপি'র মধ্যে মৌন দ্বন্দ্ব থাকলেও তা প্রকাশ পায় ১ নভেম্বরে সংঘর্ষের মধ্য দিয়ে। অবশ্য ইতোপূর্বে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে অশোভন ভাষায়।
১ নভেম্বর শনিবার উভয় দল নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করার একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নতুন বাজারে বিজেপি অফিসের সামনে এলে সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনায় ছড়িয়ে পড়ে শহরজুড়ে। আহত হওয়া ও বিজেপির অফিস ভাঙার কারণে পরিস্থিতি থমথমে ছিল।
এর মধ্যেই কয়েক ঘণ্টার ব্যবধানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়। এতে স্তব্ধ হয়ে যায় ভোলা শহর।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আসিফ আলতাফ মনে করেন, সামান্য বিষয় নিয়ে আমাদের নেতাকর্মীদের উত্তেজিত হওয়া উচিত হয়নি। বিজেপি কী বলল না বলল এ নিয়ে আমাদের আরো সহনশীল ভূমিকায় থাকা দরকার ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বিএনপি এমন নির্দেশনা দিতে পারে।
তিনি আরো বলেন, জেলা বিএনপির আহবায়ক এবং আমি ঘটনাস্থলে থাকলে বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত।
সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বিএনপি এমন নির্দেশনা দিতে পারে। তবে বিজেপি'র এটা ভাবার কোনো সুযোগ নেই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এগিয়ে নিতেই বিএনপির এমন সিদ্ধান্ত।
এ বিষয়ে জেলা বিজেপি'র সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক করতেই এমন নির্দেশনা দিতে পারে বিএনপি।

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকার নির্দেশনাও রয়েছে তাতে। ১ নভেম্বর শনিবার বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়। এ নিয়ে বিএনপি বিজেপির মধ্যে নানান গুঞ্জন শুরু হয়েছে।
শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে। জোটগত কারণে এই আসনটিতে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিগত সময় মনোনয়ন দেয়া হয়েছিল। এই মনোনয়নে নারাজ জেলা বিএনপি। আসনটি ধরে রাখার জন্য আগামী নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের মনোনয়ন চূড়ান্ত করতে বেশ সরব বিএনপি। এ নিয়ে কয়েক দিন ধরে বিএনপি-বিজেপি'র মধ্যে মৌন দ্বন্দ্ব থাকলেও তা প্রকাশ পায় ১ নভেম্বরে সংঘর্ষের মধ্য দিয়ে। অবশ্য ইতোপূর্বে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে অশোভন ভাষায়।
১ নভেম্বর শনিবার উভয় দল নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করার একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নতুন বাজারে বিজেপি অফিসের সামনে এলে সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনায় ছড়িয়ে পড়ে শহরজুড়ে। আহত হওয়া ও বিজেপির অফিস ভাঙার কারণে পরিস্থিতি থমথমে ছিল।
এর মধ্যেই কয়েক ঘণ্টার ব্যবধানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়। এতে স্তব্ধ হয়ে যায় ভোলা শহর।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আসিফ আলতাফ মনে করেন, সামান্য বিষয় নিয়ে আমাদের নেতাকর্মীদের উত্তেজিত হওয়া উচিত হয়নি। বিজেপি কী বলল না বলল এ নিয়ে আমাদের আরো সহনশীল ভূমিকায় থাকা দরকার ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বিএনপি এমন নির্দেশনা দিতে পারে।
তিনি আরো বলেন, জেলা বিএনপির আহবায়ক এবং আমি ঘটনাস্থলে থাকলে বিষয়টি নিয়ন্ত্রণ করা যেত।
সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বিএনপি এমন নির্দেশনা দিতে পারে। তবে বিজেপি'র এটা ভাবার কোনো সুযোগ নেই, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এগিয়ে নিতেই বিএনপির এমন সিদ্ধান্ত।
এ বিষয়ে জেলা বিজেপি'র সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ বলেন, বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক করতেই এমন নির্দেশনা দিতে পারে বিএনপি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সন্ত্রসীরা গুলি ও বোমা হামলা চালিয়েছেন। এ সময় গুলিতে স্কুল শিক্ষক ইমাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। এর আগে তিনি ইউসুফ স্কুলে শিক্ষকতা করতেন।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে এক নারী উদ্যোক্তাকে অবরুদ্ধ করেছে পাওনাদাররা। অবরুদ্ধকৃত ওই নারী উদ্যোক্তার নাম পিংকি বেগম। তিনি উপজেলার দক্ষিণ আইচা এলাকার প্রয়োজন সমবায় সমিতি লিমিটেডের মালিক।
৬ ঘণ্টা আগে
ভারত থেকে গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রূপান্তর হয়েছে। উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভ
৭ ঘণ্টা আগে
শিক্ষায় শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে শিশুরা এগোতে পারবে না। শুধু পড়াশুনা করে ভালো মার্কস ও সার্টিফিকেট অর্জন করলেই হবে না। পাশাপাশি, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মুখস্থ বিদ্যার বাহিরের জগতের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে হবে এবং মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, ছোটবেলা
৭ ঘণ্টা আগে