উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে ফের ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। রোববার সকালে গঙ্গামতি পয়েন্টে প্রথমে স্থানীয়রা ডলফিনটি দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন বিভাগের সহায়তায় ডলফিনটিকে মাটিচাপা দেয়।
স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, মৃত ডলফিনটি দেখে মনে হচ্ছে গত ২-৩ দিন আগে মারা গেছে। এটি জোয়ারের প্রবল ঢেউয়ে তীরে ভেসে এসেছে। এর শরীরের চামড়া উঠে গেছে, দুর্গন্ধ কাছে ঘেষা যাচ্ছিল না।
জানা গেছে, এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার ফরেস্টার ঢালা-সংলগ্ন সৈকতে একই প্রজাতির আরেকটি মৃত ডলফিন ভেসে এসেছিল। কুয়াকাটা উপকূলে চলতি বছরে এখন পর্যন্ত ১১টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছে। ধারাবাহিক এই মৃত্যু সামুদ্রিক প্রাণি সংরক্ষণে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিন রক্ষায় আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানুষের অসচেতনতা ও সামুদ্রিক দূষণ প্রতিনিয়ত ডলফিন মৃত্যুর প্রধান কারণ হতে পারে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্ষা মৌসুমে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সামুদ্রিক প্রাণি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, প্রায়ই মৃত ডলফিনের খবর পাই। দুর্গন্ধ ছড়ানোর আগেই আমাদের পক্ষ থেকে এসব ডলফিন দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে ফের ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। রোববার সকালে গঙ্গামতি পয়েন্টে প্রথমে স্থানীয়রা ডলফিনটি দেখতে পান। পরে খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন বিভাগের সহায়তায় ডলফিনটিকে মাটিচাপা দেয়।
স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, মৃত ডলফিনটি দেখে মনে হচ্ছে গত ২-৩ দিন আগে মারা গেছে। এটি জোয়ারের প্রবল ঢেউয়ে তীরে ভেসে এসেছে। এর শরীরের চামড়া উঠে গেছে, দুর্গন্ধ কাছে ঘেষা যাচ্ছিল না।
জানা গেছে, এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার ফরেস্টার ঢালা-সংলগ্ন সৈকতে একই প্রজাতির আরেকটি মৃত ডলফিন ভেসে এসেছিল। কুয়াকাটা উপকূলে চলতি বছরে এখন পর্যন্ত ১১টি, ২০২৪ সালে ১০টি এবং ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছে। ধারাবাহিক এই মৃত্যু সামুদ্রিক প্রাণি সংরক্ষণে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিন রক্ষায় আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানুষের অসচেতনতা ও সামুদ্রিক দূষণ প্রতিনিয়ত ডলফিন মৃত্যুর প্রধান কারণ হতে পারে।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্ষা মৌসুমে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সামুদ্রিক প্রাণি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, প্রায়ই মৃত ডলফিনের খবর পাই। দুর্গন্ধ ছড়ানোর আগেই আমাদের পক্ষ থেকে এসব ডলফিন দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
২০ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগে