উপজেলা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রতনদী তালতলী ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ডিলার এবং শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা। তার সঙ্গে আটক করা হয়েছে তার সহোদর, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণঅধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়াকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিলার সাগর হোসেন দুদা প্রতি ৩০ কেজি চালের বিপরীতে কার্ডধারীদের কাছ থেকে ৪৫০ টাকা নিচ্ছিলেন, কিন্তু তাদের মাত্র ২৪ থেকে ২৬ কেজি চাল দিচ্ছিলেন। একই সঙ্গে নতুন কার্ড প্রদানের নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায়েরও অভিযোগ উঠেছে।
রতনদী তালতলী ইউনিয়নের দুই ওয়ার্ডের ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে মাত্র ৫২ জনকে চাল বিতরণের সময় এই অনিয়ম ধরা পড়ে। স্থানীয়রা সেনাবাহিনীকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুজনকে আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে এ ঘটনার পর গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া এবং রতনদী তালতলী ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে ১৯ আগস্ট তারিখে উল্লিখিত দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “আমি বর্তমানে গলাচিপার বাইরে আছি। তবে এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।”
গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তদের গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার করা হবে।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রতনদী তালতলী ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ডিলার এবং শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা। তার সঙ্গে আটক করা হয়েছে তার সহোদর, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণঅধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়াকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিলার সাগর হোসেন দুদা প্রতি ৩০ কেজি চালের বিপরীতে কার্ডধারীদের কাছ থেকে ৪৫০ টাকা নিচ্ছিলেন, কিন্তু তাদের মাত্র ২৪ থেকে ২৬ কেজি চাল দিচ্ছিলেন। একই সঙ্গে নতুন কার্ড প্রদানের নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায়েরও অভিযোগ উঠেছে।
রতনদী তালতলী ইউনিয়নের দুই ওয়ার্ডের ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে মাত্র ৫২ জনকে চাল বিতরণের সময় এই অনিয়ম ধরা পড়ে। স্থানীয়রা সেনাবাহিনীকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুজনকে আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে এ ঘটনার পর গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া এবং রতনদী তালতলী ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে ১৯ আগস্ট তারিখে উল্লিখিত দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “আমি বর্তমানে গলাচিপার বাইরে আছি। তবে এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।”
গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তদের গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কার করা হবে।”
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২১ মিনিট আগেগ্রেপ্তারকৃত আসামিরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর এলাকার মৃত মো. মোস্তফার ছেলে ইউসুফ ও রংপুরের বদরগঞ্জ থানাধীন মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. তোফান রানা।
৩৬ মিনিট আগেবুধবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বন্দর ভবনের উদ্দেশ্যে রওনা হয় বিক্ষোভকারীরা। মিছিলটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলে বাধা দেয়।
১ ঘণ্টা আগেআজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে