গুণীজনদের কদর করলে দেশে গুণী জন্মাবে: জামায়াত নেতা

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৩: ১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, যেখানে গুনীজনদের কদর করা হয় না সেখানে গুনি জন্মায় না। আমাদেরকে আগে গুণীজনদের কদর করতে হবে। তাহলে বাংলাদেশে গুণীজন জন্মাবে।

শনিবার সকালে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে মোস্তফা কামাল বলেন, তোমরা আগামী দিনে ডাক্তার, প্রকৌশলী, সুনামধন্য শিক্ষক ও বিজ্ঞানী হয়ে দেশকে আলোকিত করবে। নিজের পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে আলোকিত করবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা বলেন, শিক্ষার্থীরা মাদক আসক্তি, মোবাইল আসক্তি ও অশ্লীলতা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতি গঠনে অবিস্মরণীয় ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত