উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে শনিবার বিএনপির এক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপেক্ষে ৫ জন। গুরুতর আহত ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধীপক্ষে থাকা নেতাকর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তারা পাল্টা প্রতিবাদ মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের কাছেই মাদ্রাসার সামনে দলের আরেক পক্ষ প্রতিবাদ মিছিল করছিলো। তখন সম্মেলনকারীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ ৫ জন আহত হয়েছেন।
আহত মিল্টন জানান, সম্মেলনে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তারা গিয়ে মাদ্রাসার কাছে জমায়েত হন। এক পর্যায়ে একদল বিএনপি কর্মী তাদের উপর হামলা করেছে। তিনি বলেন, সম্মেলন মূলত পাতানো।
উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। শনিবার কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন কোথাও কোন গণ্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোজ এখন নিবো’।
বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুইপক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কিনা জানিনা। কেউ থানায় অভিযোগ দেয়নি’।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে শনিবার বিএনপির এক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপেক্ষে ৫ জন। গুরুতর আহত ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার দুপুরে কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। উপজেলা আহ্বায়ক কমিটির বিরোধীপক্ষে থাকা নেতাকর্মীদের এতে আমন্ত্রণ জানানো হয়নি। সম্মেলন চলাকালে তারা পাল্টা প্রতিবাদ মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনের কাছেই মাদ্রাসার সামনে দলের আরেক পক্ষ প্রতিবাদ মিছিল করছিলো। তখন সম্মেলনকারীরা হামলা করলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ ৫ জন আহত হয়েছেন।
আহত মিল্টন জানান, সম্মেলনে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও তারা গিয়ে মাদ্রাসার কাছে জমায়েত হন। এক পর্যায়ে একদল বিএনপি কর্মী তাদের উপর হামলা করেছে। তিনি বলেন, সম্মেলন মূলত পাতানো।
উপজেলা আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অবস্থানকারীদের নেতা সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি জানান, আহ্বায়ক কমিটি তাদের মতো করে ইউনিয়ন সম্মেলন ও কমিটি গঠন করছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। শনিবার কেদারপুরে প্রতিবাদ করায় হামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন সম্মেলনে গিয়েছি তখন কিছু দেখিনি। তবে থানার ওসি বলেছেন কোথাও কোন গণ্ডগোল হয়েছে। হামলায় আহতদের খোজ এখন নিবো’।
বাবুগঞ্জ থানার ওসি জহিরুল আলম বলেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুইপক্ষের উত্তেজনার খবর শুনেছি। মারামারি হয়েছে কিনা জানিনা। কেউ থানায় অভিযোগ দেয়নি’।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে