সোনালী ব্যাংকের আমতলী শাখা থেকে শাহজাহান বিশ্বাসের এক লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, আমতলী সাব-রেজিস্ট্রি অফিসের মুহুরি শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে বুধবার দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংকের আমতলী শাখায় যান। সেখানে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।
কিছুক্ষণ পর তিনি তার টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে জানান। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা পুলিশকে খবর দেন। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ব্যাংকটির সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা যায়নি।
ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, 'বুধবার দুপুরে ব্যাংকের টেবিলের ওপর এক লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে আমি পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই।' পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় তিনি চোর শনাক্ত করতে পারেননি।
তিনি আরো বলেন, 'এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গরিব মানুষ, এত টাকা কীভাবে পরিশোধ করব?' দ্রুত টাকা উদ্ধারের দাবি জানান তিনি।
সোনালী ব্যাংকের আমতলী শাখার ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। ক্যামেরাটি মেরামত করতে বরগুনায় পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।'
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

