২৮ অক্টোবর স্মরণে আলোচনায় বক্তারা

কোরআনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হচ্ছে শহীদদের মায়েদের সান্ত্বনা

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২০: ১০
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ২১: ৪৯

লগি-বৈঠা দিয়ে উন্মত্ত খুনের নেশা ২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে যে নৃশংস মব ও হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সেসব শহীদদের মায়েদের সান্ত্বনা বলে মনে করেন বক্তারা।

মঙ্গলবার বিকেলে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে যে নৃশংস মব ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তারই প্রতিবাদ ও স্মরণে এক আলোচনা সভায় এসব বলেন তারা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর যেসকল মায়ের বুক খালি হয়েছে আমরা তাদের সান্ত্বনা দেয়ার মত আমাদের কাছে কিছুই নেই। আমরা তাদের তখনই সান্ত্বনা দিতে পারব, যখন এদেশটা শহীদদের দাবির আলোকে গঠন করতে পারব। তা হচ্ছে এদেশে কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। আসুন আমরা শহীদের মায়েদের দাবির আলোকে কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনে নিজেদের জীবন উৎসর্গ করি।

ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তা রাখেন- জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ। বক্তব্য আরও রাখেন- জেলা সরকারি সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন মনির, জেলা মজলিসে সুরার সদস্য অধ্যাপক জিয়াউল মসজিদ চৌধুরী, মাওলানা জাকির হোসাইন, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, ভোলা পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল, নায়েবে আমির রুহুল আমিনসহ‌ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত