ছাত্রদল নেতা জুবায়ের হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২১: ১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেন হত্যার বিচারের দাবিতে আমতলী উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার রাতে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাত ৮টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেব হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খানের নেতৃত্বে আমতলী সাকিব প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাধঘাট চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলা, ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তারা অবিলম্বে জুবায়ের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত