চরফ্যাশন ইউএনওর দুর্নীতির প্রতিবেদন প্রকাশ

হত্যা মামলায় আমার দেশ সাংবাদিককে ফাঁসানোর হুমকির ঘটনায় প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৭

ভোলার চরফ্যাশনে অস্তিত্ববিহীন প্রকল্পের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিষয়টি অনেকের জানা থাকা সত্ত্বেও কেউ বিষয়টি প্রকাশ বা প্রতিবাদ করতে পারেন না। কারণ, তার স্বামী রেজাউল করিম বাধন চরফ্যাশন চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ। এই দুই পদের ক্ষমতার অপব্যবহার করে অবাধে লুটপাট করছেন ইউএনও মিথি। এনিয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনওর লুটপাট’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আমার দেশ।

সংবাদ প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে পাঠক মহলে। এলাকায় রীতিমত হইচই পড়ে যায়। তোলপাড় শুরু হয় প্রশাসনেও। এরপর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে অব্যাহতভাবে সংশ্লিষ্ট রিপোর্টারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বিভিন্নজনের মাধ্যমে ফোন করে সতর্ক করা, শাসানোর পাশাপাশি হত্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হচ্ছে। এমতাবস্থায় চরম নিরাপত্তা ঝুঁকিতে আছেন আমার প্রতিনিধি।

বিজ্ঞাপন

আমার দেশ সাংবাদিককে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর হুমকির এমন ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ড (বিএমএসএফ)।

রোববার সন্ধ্যায় বিএমএসএফের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, একজন পেশাদার সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর প্রকাশ্য হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হুমকির ঘটনাটি ওপেন হয়ে গেছে সাংবাদিকের কপাল ভালো। নয়ত হুমকিদাতা নয়ছয় করতে পারতো। এ ধরনের বিতর্কিত এবং নীতি নৈতিকতা বিবর্জিত হুমকিদাতা এপিপি হযরত আলীর নিয়োগ বাতিলের দাবি করে হুমকির তদন্ত দাবি করছি। একইসঙ্গে সাংবাদিক লোকমানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি করছি।

এদিকে সংবাদ প্রকাশের পর ইউএনও মিথি কিংবা তার স্বামী বাধন- কেউই প্রতিবাদ করেননি। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগও অস্বীকার করেননি। কিন্তু চরফ্যাশন আইনজীবী সমিতির ব্যানারে গতকাল ২৪ সেপ্টেম্বর পিপি ও জিপির নেতৃত্বে সমিতির ভবনে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়। এছাড়া সংশ্লিষ্ট প্রতিনিধিকে অপপ্রচারসহ বিভিন্নভাবে হত্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেওয়া হচ্ছে।

প্রতিবেদনটি প্রকাশের পর থেকে আমার দেশ-এর চরফ্যাশন উপজেলা প্রতিনিধিকে মোবাইল ফোনে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন পিপি হিরন। এ-সংক্রান্ত সব প্রমাণ প্রতিনিধির কাছে সংরক্ষিত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত