আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
প্রতীকী ছবি

বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন সাকিব মণ্ডল (২৮) নামের এক যুবক। সোমবার দুপুরে আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকায় একটি ট্রান্সপোর্ট এজেন্সির অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের কালাম মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, গত শনিবার সকালে সাকিব পরিবারকে না জানিয়ে তার বাইসাইকেল বিক্রি করে কুয়াকাটা যান। এরপর আমতলী এসে বাবার কাছে টাকা চান। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। পরে বাবার অনুরোধে ইউপি সদস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী জসিম গাজী সাকিবকে তার অফিসে থাকার ব্যবস্থা করেন। ওই রাতেই সাকিব গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

সোমবার সকালে জসিম গাজী সাকিবকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে ও সাকিবের বাবাকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সাকিবের বাবা কালাম মণ্ডল বলেন, তার ছেলে ব্যবসায় লোকসান দিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন