বাবুই পাখির ছানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২: ৫৫

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটনে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের মামলার প্রধান আসামি মোবারেক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় নেছারাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে গত ২৭ জুন একটি তালগাছ কেটে ফেলা হলে গাছের শতাধিক বাবুই বাসা ধ্বংস হয়। ডিম ও ছানা পানিতে পড়ে মারা যায়। এ নির্মম ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মোবারক, মিজানুর রহমান ও ফারুক হোসেন নামের ৩ জনকে আসামি করে একটি মামলা হয়। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আরেকটি মামলা হয়।

গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) সেলিম উদ্দিন জানান, মামলা রুজু হওয়ার পর বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশনায় প্রধান আসামি মোবারেক আলী ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিকে আদালতে প্রেরণ এবং ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি ওসি।

বিষয়:

ঝালকাঠি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত