তজুমদ্দিনে ১৮ হাজার ৭১৫ জেলে পাচ্ছেন বিশেষ সহায়তা

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৬: ৩২

ভোলার তজুমদ্দিনে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলেদের জন্য সরকারের বিশেষ খাদ্য সহায়তা ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় নদীতে মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। আর তাই তাদের এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় এ বিশেষ সহায়তা।

রোববার সকালে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের মাঝে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এ বছর তজুমদ্দিনে ১৮ হাজার ৭১৫ জেলের মাঝে ৪ লাখ ৬৭ হাজার ৮৭৫ কেজি (৪৬৭.৮ মেট্রিক টন) চাল বিতরণ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ, মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা যাতে কষ্টে না পড়ে, সেই লক্ষ্যেই সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। এই সহায়তা জেলে পরিবারে স্বস্তি আনবে। চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রশাসন নিশ্চিত করবে, প্রকৃত জেলেরা যেন তাদের প্রাপ্য সহায়তা পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

মৎস্য অফিসের তথ্যমতে ভোলা জেলায় মোট ১ লাখ ৪৩ হাজার ৪৪৮ সুবিধাভোগী প্রত্যেকে ২৫ কেজি করে চাল পাবেন। এতে মোট ৩৫ লাখ ৮৬ হাজার ২০০ কেজি (৩,৫৮৬ মেট্রিক টন) চাল বিতরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত