আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, ববি

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির রাষ্ট্র সংস্কারের পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ১০ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, আ.লীগ গোপালগঞ্জকে তাদের পুনর্বাসনের জায়গা হিসেবে তৈরি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য সারা বাংলাদেশ থেকে কর্মসূচি আসছে। আমরা এর মাধ্যমে জানান দিতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই বাংলার জমিনে নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন