দুর্গাপূজা উপলক্ষে মন্দির প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৫৭

আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে মন্দির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলার নেতৃবৃন্দ।

শনিবার ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ভোলা সদর-১ আসনের জামায়াতের মনোনীতপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আমির অধ্যাপক কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন ও নায়েবে আমির রুহুল আমিন।

এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- অশোক চন্দ্র ঘোষ, ডাক্তার নরেন্দ্র চন্দ্র শীল, গৌরাঙ্গ চন্দ্র রায় ও ক্ষিতীশ বাবু।

সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এসেছে। শারদীয় দুর্গোৎসব দেশব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত