বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। দল-মত নির্বিশেষে দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে খেতাব দিয়েছেন আপসহীন নেত্রী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদ-বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে তার উত্থান হয়েছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। দেশ ও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাপ প্রয়োগ করলেও তিনি এ দেশের মানুষকে ছেড়ে যাননি।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরো বলেন-বিগত ১৫ বছরে পতিত আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় মামলার শিকার হয়ে বেগম খালেদা জিয়া টানা সাত বছর কারাবন্দী জীবন কাটিয়েছেন। তবু তিনি আপস করেননি। সেনা-সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর তিনি সব মামলায় জামিন পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি দেশ ছাড়েননি।
এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার জন্য উপস্থিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকিরের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির প্রমুখ।

