আগামী সংসদে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে আশাবাদী এনসিপি: হাসনাত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১: ০৬

এনপিসির দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করবে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে এনসিপি আশাবাদী।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের এনসিপির জেলা শাখার সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সভা পরিবর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসনাত।

তবে জোট বদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়োজন হলে সে ক্ষেত্রে কোন দলের সাথে তারা জোট বাঁধবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, সে ব্যাপারে সংস্কার আন্দোলনের পক্ষের শক্তির সাথে পর্যালোচনা চলছে।

তিনি আরো বলেন, এনসিপি যে অবস্থান নেয় দিন শেষে সবাই সে অবস্থানেই আসতে হয়। আর দিন শেষে ট্রফি যারা মাঠও তার। আর সে ট্রফি এনসিপি নিচ্ছে বলে উল্লেখ করেন এনসিপির এ নেতা।

আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে হাসনাত বলেন, আমরা চাই সরকার নির্মোহ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা চাই দিন শেষে ভোট জিতবে গণতন্ত্র জিতবে। সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সহযোগীতার আশা করেন তিনি। বড় দু’দল ডিসি এসপিদের গণিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিকেল চারটায় এনসিপির জেলা পযায়ের তিন শতাধিক নেতারা এ সমন্বয় সভায় যোগ দেন। জেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত